বড় খবর: পাকিস্তান-ভারত যুদ্ধবিমানের “ডগফাইট” সাম্প্রতিক ইতিহাসের অন্যতম বৃহৎ ও দীর্ঘতম, জানিয়েছে CNN

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ও ভারতের মধ্যে সম্প্রতি সংঘটিত যুদ্ধবিমান সংঘর্ষ বা “ডগফাইট” সাম্প্রতিক বিমান চলাচল ইতিহাসে অন্যতম বৃহৎ ও দীর্ঘস্থায়ী সংঘর্ষ হিসেবে বিবেচিত হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, উভয় দেশের মোট ১২৫টি যুদ্ধবিমান আকাশে একে অপরের বিরুদ্ধে অবস্থান নেয় এবং এই “ডগফাইট” প্রায় এক ঘণ্টা ধরে চলে। তবে উল্লেখযোগ্য বিষয় হলো—কোনো দেশই অপর দেশের আকাশসীমা লঙ্ঘন করেনি।

মিসাইল হামলা চালানো হয়েছে ১৬০ কিলোমিটারের বেশি দূরত্ব থেকেও, যা আধুনিক প্রযুক্তির দূর-পাল্লার অস্ত্র ব্যবহারের ইঙ্গিত দেয়।
বড় খবর: পাকিস্তান-ভারত যুদ্ধবিমানের “ডগফাইট” সাম্প্রতিক ইতিহাসের অন্যতম বৃহৎ ও দীর্ঘতম, জানিয়েছে CNN সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ও ভারতের মধ্যে সম্প্রতি সংঘটিত যুদ্ধবিমান সংঘর্ষ বা “ডগফাইট” সাম্প্রতিক বিমান চলাচল ইতিহাসে অন্যতম বৃহৎ ও দীর্ঘস্থায়ী সংঘর্ষ হিসেবে বিবেচিত হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, উভয় দেশের মোট ১২৫টি যুদ্ধবিমান আকাশে একে অপরের বিরুদ্ধে অবস্থান নেয় এবং এই “ডগফাইট” প্রায় এক ঘণ্টা ধরে চলে। তবে উল্লেখযোগ্য বিষয় হলো—কোনো দেশই অপর দেশের আকাশসীমা লঙ্ঘন করেনি। মিসাইল হামলা চালানো হয়েছে ১৬০ কিলোমিটারের বেশি দূরত্ব থেকেও, যা আধুনিক প্রযুক্তির দূর-পাল্লার অস্ত্র ব্যবহারের ইঙ্গিত দেয়।
0 Commenti ·0 condivisioni ·421 Views
Salaam World https://salaam.world