ঠাকুরের তৈরি সঙ্গীতকে জাতীয় সঙ্গীত বানানো
'দিল্লী না ঢাকা' এই শ্লোগানের সাথে সাংঘর্ষিক।
যারা 'দিল্লী না ঢাকা' এই শ্লোগান
অন্তর থেকে বিশ্বাস করেন,
তারা ঠাকুরের সঙ্গীতকে ধারণ করতে পারেনা।
বাকীটা স্রেফ হিপোক্রেসি।

ফ্যাসিবাদী চেতনার মূলমন্ত্র হলো,
রবীন্দ্রবন্দনা, ৪৭এর বিরোধিতা, ভারতপ্রীতি,
এবং কথায় কথায় পাকিস্তান ব্যাশিং।
ফ্যাসিবাদী চেতনার মূল উপড়ে ফেলুন,
অন্যথায়, পুরোনো চেতনাবাজরা
নতুন মোড়কে ফিরে আসবে,
এবং শুরু হবে ভিন্ন ফ্যাসিবাদ।

#DocumentingOppression
ঠাকুরের তৈরি সঙ্গীতকে জাতীয় সঙ্গীত বানানো 'দিল্লী না ঢাকা' এই শ্লোগানের সাথে সাংঘর্ষিক। যারা 'দিল্লী না ঢাকা' এই শ্লোগান অন্তর থেকে বিশ্বাস করেন, তারা ঠাকুরের সঙ্গীতকে ধারণ করতে পারেনা। বাকীটা স্রেফ হিপোক্রেসি। ফ্যাসিবাদী চেতনার মূলমন্ত্র হলো, রবীন্দ্রবন্দনা, ৪৭এর বিরোধিতা, ভারতপ্রীতি, এবং কথায় কথায় পাকিস্তান ব্যাশিং। ফ্যাসিবাদী চেতনার মূল উপড়ে ফেলুন, অন্যথায়, পুরোনো চেতনাবাজরা নতুন মোড়কে ফিরে আসবে, এবং শুরু হবে ভিন্ন ফ্যাসিবাদ। #DocumentingOppression
0 Σχόλια ·0 Μοιράστηκε ·3χλμ. Views
Salaam World https://salaam.world